মোঃ ইয়ামিন সরকার আকাশ।কুড়িগ্রাম প্রতিনিধি:৭১’এর মুক্তিযোদ্ধা বীরপ্রতিক তারামন বিবির আজ ৩য় মৃত্যু বার্ষিকী। আজকের এই দিনে তিনি কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
তারামন বিবির মৃত্যু বার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের চিলমারী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে বুধবার ১লা ডিসেম্বর সন্ধ্যায় চিলমারী মফস্বল সাংবাদিক ফোরাম মোমবাতি প্রজ্বলন করে শ্রদ্ধাভরে স্বরণ করেন।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম(সাবেক কমান্ডার ), বিএমএফের কেন্দ্রীয় কমিটির উপ দপ্তর সম্পাদক ও জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসাইন, উপজেলার শাখার সাধারণ সম্পাদক এস এম নুরুল আমিন সরকার, রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সভাপতি নাহিদ হাসান নলেজ প্রমুখ।