নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালী মহিপুরে স্ত্রীর দায়ের করা মামলায় প্রাইমারি স্কুল শিক্ষক আরিফ মাহামুদ সুমন কে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ।মঙ্গলবার রাত ৮ টায় মহিপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের ছেলে কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়ানের ৫৮ নং রসুলপুর সকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (সাসপেন্ডেন্ট) আরিফ মাহামুদ সুমন কে গ্রেপ্তার করা হয়।
জানাগেছে তার সাবেক স্ত্রীর বরগুনায় পারিবারিক আদালতে দায়ের করা নং-৫৮/২০১৭ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে মাদক সেবনের ভিডিও এবং একাধিক চাদাবাজির অভিযোগে গত ২০/১১/২১ তারিখ তাকে মহিপুর প্রেসক্লাবের সদস্য পদ থেকে স্থায়ী বহিস্কার করা হয়।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল বসার জানান বউয়ের দায়েরকরা পারিবারিক মামলা থাকার কারনে ২০১৮ সাল থেকে বর্তমান পর্যন্ত সে সাসপেন্স অবস্থায় রয়েছে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের বলেন তার বউয়ের দায়ের করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।