আত্রাই উপজেলা খাদ্য গুদামে এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মোহাজের হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আ‘লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারন সম্পাদক ও আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কে এম কাওছার হোসেন, আত্রাই উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম, মেসার্স ফাতেমা চাল রাইস মিলের স্বত্ত্বাধিকারী মোঃ ওহিদুর রহমান ও চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক হেলালুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মোহাজের হাসান জানান, কৃষকদের নিবন্ধন মাধ্যমে ধান বিক্রয়ের আবেদন হিসাবে গণ্য হবে। এবার ২৭ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের নিকট হতে মোট ৩৪৮ মে.টন ধান ও বৈধ লাইসেন্সধারী মিল মালিকদের নিকট হতে চাল ৪২৭ মে.টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।