রবিউল হোসাইন সবুজ,কুমিল্লা জেলা প্রতিনিধিঃকুমিল্লা জেলার লাকসাম পৌরসভার ৮নং ওয়ার্ডে গনটিকা কার্যক্রম শুরু হয়। উক্ত কার্যক্রমে প্রায় ১ হাজার লোক কে এ গনটিকা আওতায় আনা হবে শুনা যায়।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল নয়টা হইতে দৌলতগন্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করোনা টিকা কর্যক্রম শুরু হয়।এ গনটিকা কার্যক্রম উদ্ভোদন করেন লাকসাম উপজেলা যুবলীগের আহ্বায়ক ও লাকসাম পৌরসভার সুযোগ্য, সফল মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের।
উক্ত কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,লাকসাম ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,লাকসাম পৌরসভার ৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ কামরুল ইসলাম খান, সিনিয়র সভাপতি মোঃ জহিরুল ইসলাম খোকন, সহ সভাপতি মোঃ জহিরুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক রুমেল সাহা।ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নোমান সাত্তার ও লাকসাম দৌলতগন্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকল শিক্ষকগন সহ পিন্ট মিডিয়া এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।