কয়রা(খুলনা) প্রতিনিধিঃ কয়রায় অসুস্থ নেতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান তহবিলের চেক বিতরন করা হয়েছে। গত ৬ ডিসেম্বর বেলা ১১ টায় কয়রা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্য্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৯ জন অসুস্থ নেতাকর্মীদের মাঝে চেক বিতরন করেন খুলনা-৬, কয়রা-পাইকগাছা আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। কয়রা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজার সভাপতিত্বে অনুষ্টানে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, আমাদী ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জুয়েল,উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব এ্যাডভোকেট মোশারাফ হোসেন, আ’লীগনেতা শিক্ষক খায়রুল আলম,শিক্ষক সুজিত রায়,সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মেজবাউদ্দিন মাসুম,মাহফুজুর রহমান পলাশ, সাবেক উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রোকনুজ্জামান কাজল প্রমুখ।