বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ৯টি ওয়ার্ডে ৮ হাজার মাস্ক বিতরণ করলেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান।আগামীকাল (২০ জুলাই) পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ মঙ্গলবার নন্দীগ্রামে’র পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি মোঃ আনিছুুর রহমান পৌরসভার ৯ ওয়ার্ডে কাউন্সিলরদের মধ্যে ৮শ করে মাস্ক বিতরণ করেন। জানতে চাইলে মেয়র আনিছুর রহমান বলেন, আগামীকাল বুধবার পবিত্র ঈদুল আযহা, করোনা ভাইরাস সংক্রোমনরোধে নন্দীগ্রামে’র প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের মধ্যে ৮শ করে মাস্ক বিতরণ করেছি, সর্বমোট ৮হাজার মাস্ক বিতরণ করা হয়েছে যাতে করে নামাজ পড়তে আসা মুসল্লিগণ মাস্ক পরিহিত অবস্থায় নামাজ আদায় করতে পারে। তিনি আরো বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে আমাদের সকলকে সচেতন হতে হবে। সরকার ঘোষিত স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলতে হবে। দেশের চলমান এই ক্রান্তি-লগ্নে ধনী গরীব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগ করে নিতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক ও সন্ত্রাস-জঙ্গীবাদ মুক্ত জাতি গঠনে সর্বক্ষেত্রে পবিত্র ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটাতে সকলের প্রতি আহবান জানান, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান।