কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মাঝে মাস ব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা সামগ্রী বিতরণ করে যাচ্ছেন কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ। গত ০২ নভেম্বর থেকে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত সেমিস্টার ফাইনাল পরিক্ষা এবং শেষ হয় ০৭ ডিসেম্বর । দীর্ঘ ১মাস যাবৎ শিক্ষার্থীদের মাঝে কুষ্টিয়া পলিটেকনিক ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল আনাস পারভেজের নেতৃত্বে ফ্রি মাস্ক ও বিভিন্ন ধরনের স্বাস্থসেবা, ও ফ্রী শিক্ষা সামগ্রী বিতরণ করেন কুষ্টিয়া পলিটেকনিক ছাত্রলীগ। এই স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনে দিকনির্দেশনা প্রদাণ করেন কুষ্টিয়া পলিটেকনিক ছাত্রলীগের সভাপতি ও তরুন ছাত্রনেতা বরিউল আওয়াল আনাস পারভেজ এছাড়াও হৃদয়, রাজন সালেহ্, লিছান, রিয়েল, শোভন, সূর্য,পারভেজ, জামিরুল, রাতুল, নুর,কামরুল সহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা। মাসব্যাপী এ স্বাস্থ্যসেবার মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে কুষ্টিয়া পলিটেকনিক ছাত্রলীগ। সাধারণ শিক্ষার্থীরাও জানান এ স্বাস্থ্যসেবা ও ফ্রী শিক্ষা সামগ্রীর মাধ্যমে বেশ উপকৃত হয়েছেন তারা। এ সেবা চলমান থাকলে করোনা ভাইরাস ও স্বাস্থ্যসেবা সম্পকে সবাই সচেতন থাকলে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করা সম্ভব বলে জানান শিক্ষার্থীরা। এ বিষয়ে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল আনাস পারভেজ বলেন, সাধারণ শিক্ষার্থী ছোট ভাই বোনদের সেবাই এ স্বাস্থ্যসেবা কার্যক্রম চলমান রয়েছে এছাড়া কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিপদে আপদে ও সহযোগিতায় সব সময় পাশে থেকেছি এবং আগামীতেও থাকব।