জাতীয় দৈনিক “বাংলাদেশ ক্রাইম সংবাদ” পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন এম এইচ খালেদ । গত ২০ জুলাই ২০২১ মঙ্গলবার, দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ প্রত্রিকার সম্পাদক খান সেলিম রহমান সাক্ষরিত নিয়োগ পত্র প্রাদান করা হয়। ২১ জুলাই এ নিয়োগ পত্র হাতে পেয়েছেন তিনি। এছাড়াও দীর্ঘ দিন থেকে সিলেট তথ্যানুসন্ধান পত্রিকার উপ-সম্পাদক এর দায়িত্ব পালন করছেন তিনি। কর্তব্যরত দায়িত্ব পালনে সুামগঞ্জবাসী সকলের আন্তরি সহযোগিতা কামনা করছেন তিনি। এখন থেকে যে কোন সংবাদ সংক্রান্ত বিষয়ে তার ব্যবহত মোবাইল নাম্বার (1719-819700) যোগা যোগ করার জন্য কলের প্রতি অনুরুধ জানিয়েছেন এম এইচ খালেদ।
এদিকে, সুনামগঞ্জ জেলা প্রতিনিধ হিসেব নিয়োগ পাওয়ায় দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ’র সম্পাদক খান সেলিম প্রতি কৃতজ্ঞাতা প্রকাশ করে পত্রিকার নিয়োগ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এম এইচ খালেদ।