মেহেরপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশ কনস্টেবলসহ দুইজন মারাত্মক আহত হয়েছে।আজ মঙ্গলবার সকালের দিকে শহরের বনবিভাগ অফিসের সামনে এ দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন, চুয়াডাঙ্গার আলফাজ উদ্দিন এর ছেলে মেহেরপুর জেলা পুলিশের সদস্য মজিবুল হক ও মেহেরপুর শহরের মন্ডল পাড়ার মিনারুল ইসলাম।
স্থানীয়রা জানান, পুলিশ কনস্টেবল মজিবুল হক মেহেরপুর শহর থেকে পুলিশ লাইনে ফিরছিল। এসময় বিপরিত দিক থেকে আশা মিনারুল ইসলামের মোটরসাইকেল সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পুলিশ কনস্টেবলের ডান পায়ে ও মাথায় প্রচন্ড আঘাত লাগে ও মিনারুল ইসলামের বাম পা ভেঙে যায়। পরে তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।
মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, মিনারুলের পা ভেঙে গেছে ও মজিবুল হকের ডান পায়ে ও মাথায় আঘাত লেগেছে। উভয়কে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।পরে হাসপাতালে পুলিশ কনস্টেবল মজিবুল হককে দেখতে আসেন সদর থানার ওসি শাহ দারা খান।