আজ বৃহস্পতিবার দুপুরে নবীনগর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে নবীনগর অাঞ্চলিক কথা মানুষের কল্যানে গ্রুপের সভাপতি দার্শনিক মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক,
অনুষ্ঠানে গ্রুপের সদস্যদের কাছ থেকে সংগ্রহ করা অর্থ (এক লক্ষ তেহাত্তর হাজার) টাকা একত্রে করে নবীনগর পৌরএলাকার অালীয়াবাদ গ্রামের অসুস্থ( দুটি কিডনি ড্যামেজ) কামাল হোসেন ও জিনদপুর গ্রামের একটি দরিদ্র পরিবারের মাঝে ৮৬ হাজার পাঁচশত টাকা করে হস্তান্তর করা হয়।
অার্থিক সহযোগিতা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবীনগর প্রেসক্লাব সভাপতি মো. জালাল উদ্দিন মনির, নবীনগর অাঞ্চলিকতা গ্রুপের পৃষ্ঠপোষক নিলুফা ইয়াসমিন,মজিবুর রহমান পথিক,অাক্তারুজামান স্বপন,অাবদুল জলিল প্রমুখ।