গতকাল ঈদ-উল-আযাহার দিন আনুমানিক সকাল ৭.৩০ ঘটিকায় বাংগরা বাজার থানা, রাজা চাপিতলার গ্রামের শাহালম অর্থাৎ মালি (৩২) নামের এক ব্যক্তি ঢাকা পিজি হাসপাতালে মৃত্যু বরণ করেন। তিনি ঐ গ্রামে বিশিষ্ট মাছের ব্যবসায়ী জনাব বারেক সাহেবের ছোট ছেলে।
সৌদি প্রবাসী শাহালম কিছুদিন আগে তার দুই ছেলে ও পরিবারের টানে দেশে ছুটি কাটাতে আসে। শরীরে অতিরিক্ত (কোলেস্টেরল) কারনে শ্বাস নালিতে চাপ লেগে পরে অক্সিজেনের অভাবে তার নিশ্বাস বন্ধ হয়ে যায় বলে জানা গেছে। ঈদের দিন বাদ আছর তার জানাজা অনুষ্ঠিত হয় একি গ্রামের অজিফা খাতুন উচ্চ বিদ্যালের ভেতরের মাঠে।
শাহালম অত্যান্ত মিসুক সভাবের লোক ছিলো বলে জানা গেছে। গ্রামে তার কোনো বিরোধিতা করার মত কেউ ছিলো না। খেলাধুলায়ও বেশ জনপ্রিয় ছিলো এবং সবার সাথে খোশমেজাজে চলা ফেরা করেছেন বলে জানা যায়।
শাহালমরা তিন ভাই বোন, সে সবার ছোট। বড় ভাই জনাব ফারুক মিয়া (৪৫) স্থানীয় বাজারে ব্যবসা করেন।তার এই অকাল মৃত্যুতে গ্রামের সকলে শোকাহত। দৈনিক কপোতাক্ষ পত্রিকার পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।