জাপান থেকে আগামীকাল শনিবার (২৪ জুলাই) দুই লাখ ৪৫ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা দেশে আসবে। আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
কোভ্যাক্সের আওতায় বাংলাদেশ এই টিকা পেতে যাচ্ছে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের মাধ্যমে আগামীকাল বেলা তিনটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই টিকা পৌঁছানোর কথা।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জাপান থেকে পাঠানো টিকা গ্রহণ করবেন বলেও জানান তিনি।
তিনি আরও জানান, কোভ্যাক্সের আওতায় বাংলাদেশ ২৯ লাখ ডোজ টিকা পাবে। জাপান থেকে পাঠানো এই টিকা তার অংশ।
অ্যাস্ট্রাজেনেকার এই টিকা অপেক্ষায় আছেন দেশের প্রায় ১৫ লাখ মানুষ, যারা টিকার প্রথম ডোজ নিয়ে দ্বিতীয় ডোজ নেওয়ার অপেক্ষায় আছেন।