সারাদেশের ন্যায় ফরিদপুরের নগরকান্দায় লকডাউন ঘোষণা করেন নগরকান্দা উপজেলা প্রশাসন।এরই ধারাবাহিকতায় ২৩ জুলাই শুক্রবার সকাল থেকে নগরকান্দা উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় নগরকান্দা বাজার ও পুরাপাড়া বাজারে লকডাউনের মধ্যে দোকান খোলা রাখায় ও ভ্যান চালকদের ১২ টি মামলায় ৫হাজার একশত টাকা জরিমানা করেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেতী প্রু, এসময় উপস্থিত ছিলেন নগরকান্দা থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা বিপ্লব সহ কর্মরত সাংবাদিক গন প্রমুখ।
অভিযানে ভ্রাম্যমাণের আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট জেতী প্রু বলেন সংক্রমোক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ ২৪ সের ১ ধারায় অপরাধ করায় ২৪সের ২ ধারায় বিভিন্ন মেয়াদে জরিমানা করি সে সাথে সবাইকে মাস্ক ব্যবহার করার অনুরোধ জানাই একি সাথে সামাজিক দুরস্ত মেনে চলার পরামর্শ দেন