আজ (২৩ জুলাই) বিকাল ৪ ঘটিকার সময় গুলবাগপুর আলাউদ্দীন বিশ্বাস মডেল একাডেমী প্রাঙ্গণে এক বিশাল ফুটবল খেলা অনুষ্ঠিত । উক্ত খেলায় অত্র গ্রামের বিবাহিত একাদশ ও অবিবাহিত একদশ অংশ গ্রহণ করেন। খেলার প্রথমার্ধে ফ্রি কিক থেকে গোল আদায় করে নেন বিবাহিত একাদশের খেলোয়াড় গোলাম দোস্তগীর । বিরতি পর্যন্ত কোন পক্ষে আর কোন গোল না হওয়ায় বিবাহিত দল ১/০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় । বিরতির পর গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে অবিবাহিত একাদশ কিন্তু তাতে বিবাহিত একাদশের রক্ষন ভাগে ফাটল ধরাতে ব্যর্থ হয় অবিবাহিত একাদশ।এরই মাঝে বিবাহিত একাদশের রক্ষনভাগের খেলোয়াড় সাইফুল ইসলাম উপরে উঠে অবিবাহিত একাদশের খেলোয়াড়দের কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে গোলে শর্ট দিলে বলটি অবিবাহিত একাদশের গোলের জালে জড়িয়ে যায়। যার ফলে ২ /০ গোল ব্যবধানে এগিয়ে যান বিবাহিত একাদশ। খেলাটি পরিচালনা করেন গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুস সোবহান। খেলাটি দেখতে শত শত দর্শক মাঠে হাজির হন।