রহমতউল্লাহ নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ের বিভিন্ন লোকেশনে সরকারি অনুদানের সিনেমা ‘বিলডাকিনি’র দৃশ্যধারণের কাজ চলছে। এতে অংশ নিয়েছেন চলচ্চিত্রের প্রধান অভিনেতা মোশাররফ করিম ও পার্ণো মিত্র।কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীরের ‘বিলডাকিনি’ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করছেন ফজলুল কবীর তুহিন।
পরিচালক তুহিন জানান, গত দুই সপ্তাহ ধরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত নওগাঁর আত্রাই উপজেলার পতিসর কাছারি বাড়ি ও তার আশপাশের বিভিন্ন লোকেশনে নানা দৃশ্যধারণ করা হচ্ছে। তিনি বলেন, ‘মূলত সমাজে অত্যাচার-অনাচার,ধর্ষণ,শোষণ,বঞ্চনা,নির্যাতনের বিরুদ্ধে সামাজিক জাগরণ ও প্রেমকে ঘিরে এই গল্পের মূল কাহিনি আবর্তিত হয়েছে। এই কাহিনির মাধ্যমে দর্শক বিনোদনসহ সুস্থ ধারার একটি চলচ্চিত্র উপভোগ করবে।’
তুহিন জানান, সিনেমার দৃশ্যধারণের কাজ প্রায় ৬০ ভাগ সম্পন্ন হয়েছে। এই গল্পের ৭০ থেকে ৮০ ভাগ দৃশ্যই ধারণ করা হবে আত্রাই উপজেলার বিভিন্ন লোকেশনে। অবশিষ্ট দৃশ্য নাটোরসহ অন্যান্য এলাকায় চিত্রায়িত হবে। ২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদানে নির্মিতব্য ছায়াছবিটির সহযোগী প্রযোজনায় রয়েছে ‘ডাটা সলিউশন’ নামে একটি প্রতিষ্ঠান।
ভারতীয় অভিনেত্রী পার্ণো মিত্র দ্বিতীয়বারের মতো বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করছেন। এর আগে মোস্তফা সারোয়ার ফারুকী ‘ডুব’ সিনেমায় অভিনয় করেছিলেন। ওই চলচিত্রে তিনি ইরফান খানের সঙ্গে জুটি বাধেঁন। ওই সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৭ সালে।ভারতীয় অভিনেত্রী পার্ণো মিত্র বলেন, ‘বাংলাদেশে এর আগেও কয়েকবার এসেছিলাম। তবে নওগাঁ জেলায় এই প্রথম সিনেমার শুটিং করতে এসেছি। বাংলাদেশের সব কিছুই আমার অনেক ভালো লাগে। জেলাটি অনেক সুন্দর। এখাকার মানুষ,নদী, ফসলের দিগন্তজোড়া মাঠ অনেক চমৎকার। আর পতিসর কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর স্মতি বিজরিত কাচারী বাড়ি ঘুরে ঘুরে দেখলাম। সব মিলে খুব ভালো লাগছে।’
সিনেমার গল্প সম্পর্কে তিনি বলেন, ‘নির্যাতনের শিকার এক অসহায় নারী কিভাবে প্রতিবাদী হয়ে উঠে সামাজিক জাগরণ সৃষ্টি করতে পারে অভিনয়ে সেটাই তুলে ধরার চেষ্টা করছি। গল্পটি অবশ্যই ভালো লাগবে দর্শকদের।’অভিনেতা মোশাররফ করিম বলেন, ‘সমাজে নানা সময় ঘটে যাওয়া অনৈতিক কর্মকাণ্ড, সংঘাত, নারীদের সাথে ঘটে যাওয়া বৈষম্য মূলত এই সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া থাকবে প্রেম ও বিরহের কল্পকাহিনি। সব মিলে সিনেমার গল্পটি খুবই চমৎকার। সিনেমাটি মুক্তি পেলে দর্শকরা খুবই উপভোগ করবে।এছাড়া এই সিনেমায় অন্যান্য চরিত্রে যারা অভিনয় করছেন, তারা হলেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার, অপু, আইরিন পুতুল, উজ্জল, সম্রাট, ফারুক বখতসহ আরও অনেকে।