বিনা কারণে মাস্ক বিহিন বাইরে বের হওয়ায় ওদের শাস্তি হলো ৩০ মিনিট রাস্তার উপর বসে থাকা। শনিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজার এলাকায় মেহেরপুর জেলা প্রশাসন ও সেনাবাহিনীর অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।
করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত তৃতীয় মেয়াদে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে মেহেরপুর জেলা প্রশাসন ও যশোর সেনানিবাস ২৭ ফিল্ড আর্টিলারির রেজিমেন্টের সচেতনতা মূলক যৌথ অভিযান চলাকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজার এলাকায় মাস্ক বিহিন অবৈধ ভাবে চলাফেরা করছিল ওই সকল যুবকগণ।
এ সময় কি কারনে তারা বাইরে বের হয়েছে সে বিষয়ে কোনো সদুত্তর দিতে না পারায় তাদেরকে প্রায় ৩০ মিনিট রাস্তার উপর বসিয়ে রাখা হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলামের নেতৃত্বে অভিযানের ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির লেফটেন্যান্ট শাদমান ইকবাল সহ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।